কামিল মৌখিক পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণ
দৈনিক শিক্ষা সংবাদ ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও প্রাথমিক পাঠদানপ্রাপ্ত সকল কামিল মাদরাসার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৯ এর স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১৮/৭/২০২০ থেকে ২০/৮/২০২০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মানিত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষকগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির পাশাপাশি নিম্নলিখিত নির্দেশনাসমূহ অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে।
⭕ 🌴 ☘️ ☘️ ☘️ 🌴⭕
📍📍শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়ের স্পন্দন…প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা বিষয়ক সব ধরণের নির্ভরযোগ্য খবরাখবর সবার আগে পেতে ক্লিক করুন নিচে…
☘️দৈনিক শিক্ষা সংবাদ পেইজে 👍লাইক দিন
👉 জয়েন্ট করুন 🌿 শিক্ষা গ্রুপ✅ এ
🌿 🌴 🌿 🔴 🔴 🌿 🌴
প্রয়ােজনীয় নির্দেশনা
১. দৈনিক দুই শিফটে পরীক্ষা গ্রহণ করতে হবে।
ক) ১ম শিফট: ১০.০০ হতে ০১.০০ টা পর্যন্ত।
খ) ২য় শিফট: ০২.০০ হতে ৫.০০ টা পর্যন্ত।
২. প্রতি শিফটে ৫০ জনের অধিক শিক্ষার্থীর পরীক্ষা নেয়া যাবে না।
৩. প্রত্যেক কেন্দ্রের সর্বমােট পরীক্ষার্থীদের শিট অনুযায়ী বিভক্ত করে পরীক্ষার ন্যূনতম ২দিন পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতির সময় জানাতে হবে।
৪.অপেক্ষমান পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে।
৫. পরীক্ষা গ্রহণের সাথে সাথে পরীক্ষার্থীদের কেন্দ্রছুল ত্যাগ করতে হবে। কোন রকম সমাগম ও ভীড় তৈরী করা যাবে না।
৬. কেন্দ্রে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার বা সবনি দিয়ে হাত ধােয়ার ব্যবস্থা করতে হবে।
৭. পরীক্ষক ও পরীক্ষার্থীদের যাতায়াতের সময় পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৮. সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা গ্রহণ করা যাবে, তবে সরকারি সাধারণ ছুটির দিনগুলােতে কোন অবস্থাতেই পরীক্ষা গ্রহণ করা যাবে না।
দৈনিক শিক্ষা সংবাদের পাঠকদের জন্য নোটিশটি হুবহু তুলে ধরা হল।
Facebook Comments