চতুর্থ দফায় বাড়ল ২৫শে এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি চতুর্থ ধাপে বাড়লো সরকারি ছুটির মেয়াদ। ২৫ এপ্রিল পর্যন্ত এই ছুটি বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। তবে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস খুলবে আগামী ২৬ । করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত নয় দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করলে সরকার ১১ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ দ্বিতীয় দফায় ৭ দিন বাড়ায়। এরপর তৃতীয় দফায় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করে। চতুর্থ দফায় আগামী ১৫-১৬ সাধারণ ছুটির আওতায় নিয়ে ১৭-১৮ তারিখ সাপ্তাহিক ছুটি তার সঙ্গে আরও ৫ দিন অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি করতে যাচ্ছে। এর সঙ্গে ২৪ ও ২৫ তারিখ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
আগামী ২৫এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে রমযানের বন্ধ শুরু হতে যাচ্ছে। এদিকে সরকার ২৫এপ্রিল এপর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন।সেই হিসেবে ঈদের পর খুলবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঈদ পযর্ন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
📌📌শিক্ষা সম্পর্কিত খবরাখবর জানতে এখানে ক্লিক করে শিক্ষা গ্রুপে ঢুকে JOIN GROUP এ ক্লিক করুন।গ্রুপে আপনিও শেয়ার করুন…
👉👉দৈনন্দিন শিক্ষা সম্পর্কিত খবরাখবর পেতে এখানে ক্লিক করে দৈনিক শিক্ষা সংবাদ পেইজে ঢুকে ” LIKE PAGE ” 👍 এ লাইক দিন
♣এডমিন,সম্পাদক ও প্রকাশক
Facebook Comments