আমাদের ছুটি বাতিল হয়েছে। আমরা আমাদের পরিবারকে বুঝিয়েছি আমরা অনেক নিরাপদ এবং শান্তিতে আছি তোমরা আমাদের জন্য চিন্তা করো না।
আমাদের পরিবার ও একবাক্যে মেনে নিয়েছে কারণ তারা অভ্যস্ত আমাদের এসব কথা শুনে!
মহান আল্লাহ রাব্বীল আলামিনের ইচ্ছায় ইনশাআল্লাহ আমরা থাকবো মরণঘাতী #করোনা ভাইরাসের মুখোমুখি।
পুরো দেশ লকডাউন হয়ে যাবে কিন্তু আমরা তখনো এক পায়ে লক অন হয়ে থাকবো ❤।
সবচেয়ে বড় সত্যি কথা হলো দেশের যেকোন করুণ পরিস্থিতিতে কেমন করে জানি আমাদের সাহস অনেক বেড়ে যায়, কেউ মূল্যায়ণ করুক আর না করুক, মনে হয় এই দেশের মানুষ, এই দেশের ধূলিকণা এই দেশের আলো বাতাস সব কিছুই আমাদের ফুসফুসের চলমান নিঃশ্বাস।
আর নিঃশ্বাসে যখন গোলযোগ হয়, আমরা হয়ে উঠি দুর্নিবার আর খুব বেশিই অপ্রতিরোধ্য।
ঘুমাও মানুষ শান্তিতে আমরা আছি আষ্টেপৃষ্টে
আল্লাহ আমাদের সকলের সহায় হোন
(বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ থেকে নেওয়া)
Facebook Comments