বিষয় : নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বড়ি বিদ্যমান না থাকলে বেতন-ভাতায় জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষর করণ প্রসঙ্গে।
সুত্র স্মারক নং-বশিবাে/বি/২০২০/১০৫১৪
——————————————————————-
📌📌শিক্ষা সম্পর্কিত খবরাখবর জানতে এখানে ক্লিক করে শিক্ষা গ্রুপে ঢুকে JOIN GROUP এ ক্লিক করুন।গ্রুপে আপনিও শেয়ার করুন…
——————————————————————-
👉👉দৈনন্দিন শিক্ষা সম্পর্কিত খবরাখবর পেতে এখানে ক্লিক করে দৈনিক শিক্ষা সংবাদ পেইজে ঢুকে ” LIKE PAGE ” 👍 এ লাইক দিন
——————————————————————-
অত্র বাের্ডের আওতাধীন নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে জানানাে যাচ্ছে যে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে সত্রোক্ত পত্রের আলােকে কিছু সংখ্যক প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি গঠনের। কার্যক্রম শুর/সম্পন্ন করতে পারেননি। ঐ সকল প্রতিষ্ঠানের চলমান কমিটির মেয়াদ ইতিপর্বে শেষ হয়ে থাকলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদির চাহিদাপত্রে আপাততঃ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা শিক্ষা অফিসারগণকে দিয়ে স্বাক্ষর করানাের জন্য অনুরোধ করা হলাে।
নিচের পোস্টটি দেখতে ছবির উপর ক্লিক করুন
প্রফেসর মোঃ ইউনুস
চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল মোবাইল-০১৭১১-৫৪৬৯৫৩
Facebook Comments