বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীর মে মাসের এমপিওর চেক ছাড়
মাউশি সংবাদদাতা : বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।রোববার (৭ জুন ২০২০খ্রিঃ) শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র দৈনিক শিক্ষা সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে। বেতন-ভাতা তোলার শেষ দিন ১১জুন২০২০খ্রিঃ। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শীট ডাউনলোড করতে বলা হয়েছে।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
সংবাদ বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক কর্মচারীগণের মে/২০২০ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ০৮টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১১/০৬/২০২০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে মে/২০২০ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য dshe.gov.bd ও emis.gov.bd ওয়েব সাইটে মে/২০২০ মাসের বেতন ভাতার এমপিও সিট/ভাউচার/টপ সিট আপলােড করা হয়েছে।
♦ মে/২০২০ মাসের বেতন ভাতার স্মারক নং এমপিও সিট/ভাউচার/টপ সিট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Facebook Comments