মাদ্রাসার সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য MIS অনলাইন সফটওয়্যারে আপলোডের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P (EFT) পদ্ধতিতে “ব্যাংক হিসাবে” প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ এবং ভুল সংশোধন ও নতুন শিক্ষার্থীর তথ্য সংযোজন করতে পারবেন।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
১৮জুনের মধ্যে MIS অনলাইন সফটওয়্যার লিংকে প্রকাশিত খসড়া তালিকার ভুল সংশোধন ও নতুন/বাদ যাওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংযোজনপূর্বক সংশোধিত চূড়ান্ত তালিকার প্রিন্ট কপিতে প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও সিলসহ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের dme.stipend@gmail.com ঠিকানায় ই-মেইল প্রেরণ করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রেরিত প্রিন্ট কপি অনুযায়ী
অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই ত্রুটিপূর্ণ
তথ্যের কারণে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রাপ্তিতে
বিঘ্ন ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। উল্লেখ্য,
পাঠ বিরতি এবং সাধারণ শিক্ষাবোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করা যাবে না। এছাড়া স্বাক্ষর ও সিল প্রধান ব্যতীত তালিকা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
দৈনিক শিক্ষা সংবাদের পাঠকদের জন্য নোটিশটি হুবহু তুলে ধরা হল
নিচের পোস্টটি থেকে সহায়তা পেতে ছবির উপর ক্লিক করুন
Facebook Comments