যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স-এ
৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করুন। যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স-এ। আবেদনের শেষ তারিখঃ ২৩মে, ২০২০ বিস্তারিত দেখুন- https://joinbangladesharmy.army.mil.bd
যোগ্যতাঃ
১। বয়স: ০১ জানুয়ারি ২০২১ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
২। শারীরিক যোগ্যতা (ন্যূনতম): ক। উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি। খ। ওজন*: পুরুষ প্রার্থীদের জন্য ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)। মহিলা প্রার্থীদের জন্য ৪৭ কিলোগ্রাম (১০৩ পাউন্ড)। গ। বুক: পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক – ৩০ ইঞ্চি, প্রসারণ – ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক – ২৮ ইঞ্চি, প্রসারণ
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
——————————————————————-
📌📌শিক্ষা সম্পর্কিত খবরাখবর জানতে এখানে ক্লিক করে শিক্ষা গ্রুপে ঢুকে JOIN GROUP এ ক্লিক করুন।গ্রুপে আপনিও শেয়ার করুন…
——————————————————————-
👉👉দৈনন্দিন শিক্ষা সম্পর্কিত খবরাখবর পেতে এখানে ক্লিক করে দৈনিক শিক্ষা সংবাদ পেইজে ঢুকে ” LIKE PAGE ” 👍 এ লাইক দিন
——————————————————————-
৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
ক। জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
খ। ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে নুন্যতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা, ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
* বিঃ দ্রঃ ২০২০ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। কিন্তু এসএসসিতে নুন্যতম জিপিএ ৫ থাকতে হবে।
৪। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
৫। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
নির্বাচন পদ্ধতিঃ
৬। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা:
প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৩১মে ২০২০ হতে ৪জুন ২০২০ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
৭। লিখিত পরীক্ষা:
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন ২০২০ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৫ জুন ২০২০ তারিখে joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৮। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা:
লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাতকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।
৯। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১০। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান:
উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
Facebook Comments