শিক্ষকদের তিন মাসের ঋণের কিস্তি স্থগিত করেছে রুপালী ব্যাংক লি:
বিষয়ঃ Personal/Professional Loan এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর হােলসেল সাধারন গৃহ-নির্মাণ ঋণের কিস্তি স্থগিত করণ প্রসঙ্গে।
নভেল করোনাভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাবের কারনে দেশের এই সংকটকালীন মুহুর্তে সীমিত আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘবের নিমিত্তে রূপালী ব্যাংক লিঃ এর সাধারন ঋণের আওতায় বিতরণকৃত Personal Professional Loan এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগনকে গৃহ- নির্মাণের জন্য বিতরণকৃত হােলসেল সাধারন গৃহ নির্মান ঋণ(আবাসিক) এর এপ্রিল, মে ও জুন ২০২০ মাসের কিস্তি কর্তনের বিষয়ে কর্তৃপক্ষ নিমোক্ত সিদ্ধান্ত প্রদান করেছেন।
——————————————————————-
📌📌শিক্ষা সম্পর্কিত খবরাখবর জানতে এখানে ক্লিক করে শিক্ষা গ্রুপে ঢুকে JOIN GROUP এ ক্লিক করুন।গ্রুপে আপনিও শেয়ার করুন…
——————————————————————-
👉👉দৈনন্দিন শিক্ষা সম্পর্কিত খবরাখবর পেতে এখানে ক্লিক করে দৈনিক শিক্ষা সংবাদ পেইজে ঢুকে ” LIKE PAGE ” 👍 এ লাইক দিন
——————————————————————-
১.Personal/Professional Loan এর এপ্রিল, মে ও জুন-২০২০ মাসের কিস্তি কর্তন স্থগিত করণ;
২.বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে বিতরণকৃত হােলসেল সাধারন গৃহ নির্মাণ ঋণের এপ্রিল, মে ও জুন-২০২০ মাসের কিস্তি কর্তন স্থগিত করণ;
পোস্টটি পড়তে নিচের ছবির উপর ক্লিক করুন
৩.সথগিতকৃত কিন্তির টাকা সংশ্লিষ্ট ঋণ হিসাবের মেয়াদপূর্তির পরবর্তী ০৩(তিন) মাসে তিনটি অতিরিক্ত কিস্তির মাধ্যমে আদায়ের ব্যবস্থা গ্রহন;
৪.উল্লেখিত ঋণ হিসাব সমূহের মধ্যে যে সকল হিসাবের মেয়াদ এপ্রিল, মে ও জুন-২০২০ মাসে উনি হবে সেসকা ঋণ হিসাবের কিস্তি জুলাই-২০২০ মাসে আদায় করতঃ হিসাব সমন্বয়ের ব্যবস্থা গ্রহন
এ প্রেক্ষিতে Personal/Professional Loan এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর হােলসেল সাধারন গৃহনির্মাণ ঋণের কিপ্তি স্থগিত করণ বিষয়ে উপরােক্ত নির্দেশনা পরিপালনপূর্বক এতদসংক্রান্ত কার্যক্রম পরিচালনার প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
(মোঃ শওকত আলী খান)
মহাব্যবস্থাপক
Facebook Comments