৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সংসদ টেলিভিশনের ক্লাস মোবাইল/কম্পিউটারে দেখার লিংক।
নিজস্ব সংবাদদাতা : মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এটুআই এর কারিগরি সহযোগিতায় ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের পাঠ সংসদ টেলিভিশনে প্রচার করার উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির এনসিটিবি এর কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম চলমান রাখার জন্য অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে । ২৮ মার্চ, ২০২০ থেকে এই অনলাইন ক্লাস সংসদ টেলিভিশনে প্রচার করা হবে। প্রতিটি শ্রেণির জন্য ৭টি বিষয়ের ২০ মিনিটের মোট ২ ঘন্টা ২০ মিনিটের ক্লাস প্রদান করা হবে।
যাদের বাসায় বিদ্যুৎ নাই বা টিভি দেখার ব্যবস্থা নেই কিংবা সংসদ টিভি চালুর ব্যবস্থা নেই তাদের জন্য মোবাইল বা কম্পিউটারে প্রচারিত ক্লাস দেখার সুযোগ রয়েছে।
সংসদ টিভি চ্যানেল টি আপনার মোবাইল/কম্পিউটারে দেখার জন্য মজিলা/ গুগল ক্রোম ব্রাউজার বা যে কোন একটি ব্রাউজার ওপেন করর অ্যাড্রেস বারে নিচের ইউআরএলটি টাইপ করে এন্টার প্রেস করুন।
http://www.parliament.gov.bd/tv/sangshadtv.php
অথবা এখানে ক্লিক করে সরসরি সংসদ টিভিতে ঢুকতে পারবেন
Facebook Comments